পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ করেছে বিসিবি। ৫ ম্যাচের টি-২০ সিরিজ এখন ৩ ম্যাচের। নতুন সূচিতে পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ শেষ করে দেশে ফিরবেন না লিটন দাসরা। দুবাইয়ে শুক্র ও শনিবার অনুশীলন করবেন টাইগাররা। এরপর ২৫ মে রবিবার লাহোর যাবেন সিরিজ খেলতে। সেখানে অনুষ্ঠিত হবে সিরিজের তিন ম্যাচ। নতুন সূচি অনুযায়ী ম্যাচ তিনটি যথাক্রমে ২৮ ও ৩০ মে এবং ১ জুন। সব ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আগের সূচিতে খেলাগুলো ছিল ফয়সালাবাদ ও লাহোরে। এখন সব ম্যাচের ভেন্যু লাহোর। ২০২০ সালের জানুয়ারিতে করোনাভাইরাস চলাকালীন বাংলাদেশ ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল পাকিস্তানে। ম্যাচগুলো হয়েছিল লাহোরে। ২৮ মে শুরু সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ‘স্পিডস্টার’ নাহিদ রানা। এ ছাড়া নাম প্রত্যাহার করেছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং ট্রেনার নাথান কেলি। নাহিদের বদলি অন্য কাউকে নেওয়া হবে না পাকিস্তান সিরিজে। মুস্তাফিজুর রহমানকে সিরিজে পাওয়া না পাওয়ার বিষয়টি নির্ভর করছে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্সের ওপর।
আগের সূচিতে ৫টি টি-২০ ম্যাচ ছিল। সিরিজ শেষে আমিরাত থেকে সরাসরি পাকিস্তান যাওয়ার কথা ছিল লিটন বাহিনীর। কিন্তু দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে গেলে সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। যুদ্ধ থামলে পুনরায় সিরিজ আয়োজনে যোগাযোগ শুরু করে বিসিবি ও পিসিবি। আমিরাতের বিপক্ষে শারজাহতে দ্বিতীয় টি-২০ টুর্নামেন্ট চলাকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পিসিবি সভাপতি মোহসিন রেজা নাকভি বৈঠক করে নতুন সূচি চূড়ান্ত করেন। গতকাল বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম সিরিজ নিয়ে মিডিয়ার মুখোমুখিতে নাহিদের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘যে ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে নাহিদ রানা ও রিশাদকে সেটা যদি ট্রমাটাইজ করে একজনকে, তাকে দোষ দেওয়ার সুযোগ নেই। সে কারণেই সম্ভবত নিজেকে সরিয়ে নিয়েছে ও (নাহিদ)।’ যুদ্ধের সময় পিএসএল খেলতে পাকিস্তানে ছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন।