এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। বাংলাদেশের মাটিতে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ নিয়ে দারুণ আগ্রহী ফুটবলপ্রেমীরা। এ কারণে এবার টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থাই করছে বাফুফের কমপিটিশন্স কমিটি।
গতকাল বাফুফের নির্বাহী সদস্য ও কমপিটিশন্স কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘২৪ মে শনিবার দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট গ্রহণ করতে পারবে। আগামীকাল থেকে বাফুফে টিকিফাইয়ের ওয়েবসাইট লিঙ্ক প্রচার করবে।’ টিকিফাইয়ের কর্মকর্তা ইফতেখার ইফতি টিকিট সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘আমাদের ওয়েবসাইটে এ ম্যাচ সম্পর্কে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে গিয়ে নাম, মোবাইল ও ইমেইল দিয়ে নিবন্ধন করে নির্দিষ্ট গ্যালারি ও সিট সিলেক্ট করার অপশন থাকবে। সবকিছু সম্পন্ন করার পর পেমেন্ট অপশন আসবে। ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ইমেইলে টিকিটের কপি যাবে।’ একটি নম্বর থেকে সর্বোচ্চ ৫টি টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট ক্রয়ের পদ্ধতির সঙ্গে এনআইডি নম্বর যোগ করার বিষয়টিও ভাবা হচ্ছে।
বাংলাদেশ-সিঙ্গাপুরের আসন্ন ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারির জন্য ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা। ক্লাব হাউস-১-এর টিকিটের দাম ২ হাজার ৫০০ ও ক্লাব হাউস-২-এর দাম ২ হাজার টাকা। সাধারণ গ্যালারির টিকিটে আসন রয়েছে ১৮ হাজার ৩০০টি। ফুটবল সংশ্লিষ্টদের জন্য কিছু টিকিট রেখে বাকি সব অনলাইনে দেওয়া হবে বলে জানায় বাফুফে।