ঢাকা আবাহনীর বড় জয়ের দিনে হার মেনেছে আরেক জায়ান্ট মোহামেডান। তাতে কোনো যায় আসে না সাদা-কালোদের। কেননা আগের ম্যাচেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে। এখন পয়েন্টের ব্যবধান কোথায় থামবে এই যা। মজার ব্যাপার হলো একই ভেন্যুতে বড় দুই দলের জয়-পরাজয় হয়েছে। আগের দিন কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ও রহমতগঞ্জ মুখোমুখি হয়েছিল। ১৬ মিনিট ম্যাচ চলার পর প্রবল বর্ষণে তা থেমে যায়। ওই সময়ে মোহামেডান ২-১ গোলে এগিয়ে ছিল। যেখানে থেমেছিল সেখান থেকেই গতকাল ম্যাচটি শুরু হয়। অথচ ২-০ গোলে এগিয়ে থাকার পর মোহামেডান ৩-৪ গোলে হেরে যায় রহমতগঞ্জের কাছে। শিরোপা নিশ্চিত হওয়ার পর এটিই ছিল ঐতিহ্যাবাহী ক্লাবের প্রথম ম্যাচ। আর এতেই হোঁচট। চলতি বসুন্ধরা গ্রুপ পেশাদার লিগে এটি ছিল মোহামেডানের দ্বিতীয় হার। প্রথম লেগে ইয়ংমেন্স ফকিরেরপুলের কাছে হেরেছিল।
ম্যাচে উল্লেখযোগ্য দিক ছিল রহমতগঞ্জের স্যামুয়েল বোয়াটেংয়ের হ্যাটট্রিক। তিনি ১০, ৮৩ ও ৮৬ মিনিটে তিন গোল করেন। চলতি লিগেই ডাবল হ্যাটট্রিক করেন বোয়াটেং। তাজউদ্দিন বাকি গোলটি করেন। মোহামেডানের সুলেমান দিয়াবাতে ২ ও এনামুল সানডে ১টি গোল করেন। গতবারও লিগে ২ গোলে এগিয়ে থেকেও মোহামেডান ৩-৪ গোলে হেরে যায়।
এদিকে নির্ধারিত শিডিউল অনুযায়ী গতকাল কুমিল্লায় ঢাকা আবাহনী মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। শিরোপার আশা শেষ হয়ে যায় আগের ম্যাচে ফর্টিসের কাছে হেরে। অসময়ে কাল জ্বলে ওঠে ৫-০ গোলে জিতে মাঠ ছাড়ে। বিজয়ী দলের এনামুল ২, এমেকা, বাবলু ও রাফায়েল ১টি করে গোল করেন। এ জয়ে তাদের পয়েন্ট দাঁড়াল ১৬ ম্যাচে ৩১। শেষ দুই ম্যাচে আবাহনী যদি জিতে আর মোহামেডান হারে তার পরও কোনো লাভ হবে না। ৩৮ পয়েন্ট পেয়ে আগেই সাদা-কালোদের শিরোপা নিশ্চিত হয়ে গেছে। তবে রানার্সআপ হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আবাহনীর। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বসুন্ধরা কিংস। এদিকে বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে ফর্টিস এফসি ও পুলিশ এফসি ১-১ গোলে ড্র করেছে। পুলিশের আল আমিন ও ফর্টিসের পা ওমর গোলগুলো করেন। ১৬ ম্যাচে পুলিশ ২৪ ও ফর্টিস ২৩ পয়েন্ট সংগ্রহ করেছে। রহমতগঞ্জের পয়েন্ট ২৬ হলেও গোল ব্যবধানে ব্রাদার্স আছে চারে।