সিলেটে চার দিনের ম্যাচটি নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে হেরেছিল বাংলাদেশ ‘এ’। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে দুই দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ। বৃষ্টিবাধায় পড়েছে ম্যাচের প্রথম দিন। খেলা হতে পারেনি পুরোটা সময়। যতটুকু খেলা হয়েছে, তাতে ৫৭.৩ ওভার ব্যাটিং করেছে নুরুল হাসান সোহানের দল। রান করেছে ৪ উইকেটে ২২৫। হাফ সেঞ্চুরি করেছেন মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসান। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার নাঈম ও এনামুল হক বিজয় ১৩০ রানের ভিত দেন। হাফ সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও করতে পারেননি বিজয়। ব্যক্তিগত ৪৮ রানে ফেরেন সাজঘরে। ঝাকারি ফোকসের বাউন্সারে ঠিকমতো হুক খেলতে ব্যর্থ হয়ে উইকেটরক্ষক মিচেল হের গ্লাভসবন্দি হন বিজয়। ১১ বল পর সাজঘরে ফেরেন আরেক ওপেনার নাঈম। ওয়ানডে স্টাইলে ৯৪ বলে ৮২ রান করেন ১০ চার ও ২ ছক্কায়। দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেট জুটিতে সাইফ ও জাকির হাসান যোগ করেন ৪৪ রান। জাকির আউট হন ১৯ রানে। সাইফ ৫১ রান করেন ৮৪ বলে ৪টি চার ও ৩ ছক্কায়। দুজনের বিদায়ের পর অমিত হাসান ব্যাট করছেন ১৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ : ২২৫/৪, ৫৭.৩ ওভার (নাঈম শেখ ৮২, এনামুল হক বিজয় ৪৮, সাইফ হাসান ৫১, জাকির হাসান ১৯, অমিত হাসান ১৬*, মাহিদুল ইসলাম অঙ্কন ১*। ফোকস ১৩-২-৪০-২, লিস্টার ৮-১-২২-০, ফক্সক্রফট ১০.৩-০-৬৫-০, লেনক্স ১৮-৭-৭১-১, ফিলিপস ৪-০-১৬-০, বয়েল ৪-১-৯-১)।