৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার পর্দা উঠেছে। গতকাল সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে উদ্বোধনী দিনে ২৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৫-১৭ বছর বালিকা ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে প্রথম হন মাইশা আক্তার মীম। বিকেএসপি ১৭ সোনা, ১৭ রৌপ্য ও ৭ তামার পদক পেয়ে শীর্ষে অবস্থান করছে। শিলাইদহ সুইমিং ক্লাব ১ সোনা, ৩ রৌপ্য ও ২ তামার পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। বগুড়া সুইমিং ক্লাব তৃতীয় স্থানে। ছেলেদের ১২ বছর বয়সে সীমাবদ্ধ ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে আলমগীর সুইমিং ক্লাবের রাইসুল ইসলাম আসাদ সোনা জয় করলেও রেকর্ড গড়তে পারেননি। তবে ১৭ বছর বয়সী ১০০ মিটার ফ্রিস্টাইলে লড়াই জমে উঠেছিল। বিকেএসপির মাইশা আক্তার মীম ১ মিনিট ৭ দশমিক ৫৪ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ২০১২ সালে আনসারের নাজমা খাতুন ১ মিনিট ৭ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন। চার দিনব্যাপী প্রতিযোগিতায় সাঁতারে ১০০ ও ডাইভিংয়ে তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
ফেডারেশনের সহসভাপতি ও মিয়াভাই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন।