ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে প্রমোশনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। সোমবার গভীর রাতে প্লে-অফ ম্যাচের দ্বিতীয় লেগে ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে হারিয়েছেন হামজারা। আগের লেগেও ৩-০ ব্যবধানে জয় পেয়েছে শেফিল্ড। দুই লেগ মিলে ৬-০ ব্যবধানের জয়ে প্লে-অফ ফাইনাল নিশ্চিত করেছে দলটি। ২৪ মে ফাইনালে সান্ডারল্যান্ড অথবা কভেন্ট্রি সিটির মুখোমুখি হবে শেফিল্ড। এ ম্যাচ জিতলেই আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে দলটি।
গত জানুয়ারিতে লিস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে আসেন হামজা দেওয়ান চৌধুরী। তিনি আসার পর থেকে দারুণ খেলছিল দলটি। মাঝখানে কিছু ম্যাচে পয়েন্ট হারিয়ে প্লে-অফে নেমে যায় শেফিল্ড। সরাসরি প্রমোশনের পথ বন্ধ হয়ে যায়। তবে প্লে-অফ থেকে প্রমোশন নিয়ে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ কাজে লাগাচ্ছে দলটি। এবার কেবল একটি ম্যাচ বাকি। সেটি জিতলেই আগামী মৌসুমে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে খেলতে পারবে দলটি। অবশ্য হামজা চৌধুরী আগামী মৌসুমে এ ক্লাবে থাকবেন কি না বলা কঠিন। তিনি জানুয়ারিতে ধারে খেলতে এসেছেন শেফিল্ডে। চলতি মৌসুম শেষ হলেই চুক্তিও শেষ হবে। শেফিল্ড চাইলে এ চুক্তির মেয়াদ বাড়াতে পারে। এদিকে হামজার পুরোনো দল লিস্টার সিটি সামনের মৌসুমে খেলবে চ্যাম্পিয়নশিপ লিগে। তারা প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার ১৯ নম্বরে অবস্থান করছে। হাতে দুই ম্যাচ থাকলেও অবনমন থেকে বাঁচার সুযোগ নেই লিস্টার সিটির।