স্প্যানিশ লা লিগায় ২৭ বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। ১৯২৯ সালে অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয় কাতালান ক্লাবটি। এরপর একে একে ২৭ বার লিগ শিরোপা ঘরে তোলে বার্সা। শেষবার তারা চ্যাম্পিয়ন হয়েছে ২০২২-২৩ মৌসুমে। লা লিগায় শিরোপা জয়ের দিক দিয়ে দুই নম্বরে আছে বার্সেলোনা। ৩৬ বার শিরোপা জিতে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।