লিওনেল মেসি নেই। খেলেননি লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা। তারপরও উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয় পেতে কোনো সমস্যা হয়নি। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৬৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ২৩ বছর বয়সি স্ট্রাইকার থিয়াগো আলমাদা। বর্তমান চ্যাম্পিয়নদের নিকো গঞ্জালেস লালকার্ড দেখে মাঠ ছাড়েন। এই জয়ে ২০২৬ সালের বিশ্বকাপের খুব কাছে চলে এসেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। পরের ম্যাচে বলিভিয়াকে হারালে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে। উরুগুয়ের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার পয়েন্ট ১৩ ম্যাচে ৯ জয়, এক ড্র ও ৩ হারে ২৮। দুইয়ে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১৩ ম্যাচে ২২ পয়েন্ট। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পয়েন্ট ১৩ ম্যাচে ২১। হেরে পিছিয়ে পরেছে উরুগুয়ে। দলটির পয়েন্ট ১৩ ম্যাচে ২০ এবং সমান পয়েন্ট নিয়ে পাশে অবস্থান করছে প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ খেলবে ৬টি দেশ। ম্যাচ হারলেও বলের নিয়ন্ত্রণ ৫৫ শতাংশ ছিল উরুগুয়ের। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন আলমাদা। ৬৩ মিনিটে জুলিয়ান আলভারেসের রক্ষণচেরা দুর্দান্ত পাসে আলমাদা ঠান্ডা মাথায় কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে জয়োৎসবে ভাসান (১-০)। অবশ্য ৪৮ মিনিটে গোল পেয়েই গিয়েছিলেন আলমাদা। আর্জেন্টাইন স্ট্রাইকারের দুরন্ত শট কোনোরকমে কর্নারের বিনিময়ে রক্ষা করেন স্বাগতিক গোলরক্ষক রোচেত।