উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপার একক আধিপত্য রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ এ দলটি রেকর্ড ১৫ বারের শিরোপাধারী ইউরোপ সেরার প্রতিযোগিতায়। বর্তমান চ্যাম্পিয়নও তারাই। ইউরোপের ক্লাবগুলোর মধ্যে ইউরোপ সেরার এ লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে স্পেন (২০ বার)। মাত্র দুইটি ক্লাবের মাধ্যমেই তাদের এ সফলতা। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এরপর ইংল্যান্ড (১৫ বার), ইতালি (১২ বার), জার্মানি (৮ বার), নেদারল্যান্ডস (৬ বার) ও পর্তুগালের (৪ বার) দলগুলো বেশি শিরোপা জিতেছে। এখন পর্যন্ত ২৩টি ক্লাব ইউরোপ সেরার এ ফুটবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে। যার মধ্যে সবচেয়ে বেশি ইংলিশদের ৬টি ক্লাব রয়েছে। এগুলো হলো- লিভারপুল ৬, চেলসি ২, নটিংহাম ফরেস্ট ২, ম্যানচেস্টার ইউনাইটেড ১, অ্যাস্টন ভিলা ১ বার করে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে। এরপরই রয়েছে ইতালির ৩টি ক্লাব (এসি মিলান ৭, ইন্টার মিলান ৩, জুভেন্টাস ২)। আর সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছে স্প্যানিশ দুই জায়ান্ট (রিয়াল মাদ্রিদ ১৫ ও বার্সেলোনা ৫)। এ টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ একমাত্র ক্লাব, যারা টানা পাঁচবার এই শিরোপা জিতেছে। তবে এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ অনুষ্ঠিত হচ্ছে নতুন আঙ্গিকে। যার ফলে বেশ বেগ পেতে হয়েছে রিয়াল, বায়ার্নের মতো বড় দলগুলোকেও। বার্সেলোনা, লিভারপুল, আর্সেনাল, ইন্টার মিলান শীর্ষ আটে থেকে শেষ ষোলোয় জায়গা করে নিতে পারলেও পারেনি গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো দল। শেষ ষোলোয় খেলতে তালিকার ৯ম থেকে ২৪তম স্থানে থেকে তাদের প্লে-অফের জন্য লড়তে হয়। সেখানেও দারুণ লড়াইয়ের পর শেষ ষোলোয় জায়গা করে নেয় রিয়াল ও বায়ার্নের মতো দলগুলো। শেষ পর্যন্ত প্রত্যাশা মতোই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, পিএসজি, আর্সেনালের মতো দলগুলো। প্রথমবারের মতো কোয়ার্টার খেলবে অ্যাস্টন ভিলা। কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে দুই লেগে।
প্রথম লেগ ৯ ও ১০ এপ্রিল এবং ফিরতি লেগ ১৬ ও ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এবার রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আর্সেনাল। বার্সেলোনা খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। কঠিন চ্যালেঞ্জের মুখে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষ ইন্টার মিলান। আরেক লড়াইয়ে পিএসজি খেলবে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে। এ প্রথম চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌঁছেছে অ্যাস্টন ভিলা। অন্যদিকে লিভারপুলের বাধা টপকেছে পিএসজি। তাই এখানেও লড়াই হবে সমানে সমান। কোয়ার্টার ফাইনালের প্রতিটি খেলাই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়।