সৌদি আরবে বাংলাদেশের ক্যাম্পে যোগ দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়েছেন ফাহমেদুল ইসলাম। ইতালি চতুর্থ স্তরের লিগে খেলা প্রবাসী এ ফুটবলার সৌদিতে প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করেন। অথচ ভারতের বিপক্ষে দলে নেই ফাহমেদুল। সৌদি থেকেই তিনি ইতালি ফিরে যান। কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ফাহমেদুল প্রতিভাবান খেলোয়াড় হলেও এখনই জাতীয় দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। তাই দলে রাখা হয়নি। কোচের এ কথার সঙ্গে অনেকে একমত নয়। অনেকের ধারণা, স্বজনপ্রীতি ও লোকাল ফুটবলারদের সিন্ডিকেটের কবলে পড়ে ফাহমেদুলকে বাদ দেওয়া হয়েছে। ইতালি প্রবাসী ফুটবলারের বাদ পড়া কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল। মিছিলও হয়েছে।
ফাহমেদুলের বিষয়টি জানতে গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলেন। তাবিথ উপদেষ্টাকে বোঝাতে সক্ষম হন ফাহমেদুল কেন জাতীয় দলে নেই। তবে ক্রীড়া উপদেষ্টা বলেন, ফুটবল দল গঠনে বরাবরই স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের অভিযোগ ওঠে। অতীতে যাই ঘটুক এখন এ নোংরামির প্রমাণ মিললে সরকার কঠিন ব্যবস্থা নেবে। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে নগর ভবনে হামজা চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেন।