ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিকে উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে ১-১ গোলের ড্রয়ে লড়াই শেষ হলেও দ্বিতীয় লেগে ওল্ড ট্রাফোর্ডে এই পর্তুগিজ তারকার হ্যাটট্রিকে রিয়াল সুসিদাদকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানইউ। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। ১-১ সমতায় বিরতিতে গেলেও ফেরার পাঁচ মিনিটের মাথায় আরও একটি স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন ফার্নান্দেজ। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে দলের এবং নিজের তৃতীয় গোলটি করেন এই পর্তুগিজ তারকা। যোগ করা সময়ে সুসিদাদের জালে শেষ পেরেক ঠুঁকে দেন দিয়েগো ডালোট।