২১ ও ২২ ফেব্রুয়ারি পেশাদার লিগের দশম রাউন্ডের পর লিগ বন্ধ। ১৭ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে ম্যাচ খেলতে জাতীয় দলের প্রস্তুতি চলছে। সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত খেলোয়াড়রা। ১১ এপ্রিল পুনরায় দ্বিতীয় লেগ শুরু হবে। ১২ এপ্রিল লিগের হাইভোল্টেজ ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারিনায় মোহামেডানের বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। শিরোপা লড়াইয়ে কিংস টিকে থাকবে কি না সেদিনের ম্যাচের ওপর নির্ভর করবে। ১০ ম্যাচে মোহামেডানের সর্বোচ্চ পয়েন্ট ২৭, আবাহনীর ২৩ ও কিংসের ২০। হারলে কিংস বেশ পিছিয়ে পড়বে। ড্র করলেও খুব একটা লাভ হবে না। শিরোপা রেসে ভালোভাবে টিকে থাকতে কিংসের জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই।
প্রতিপক্ষ মোহামেডান বলেই যত চিন্তা। প্রথম লেগে ০-১ গোলে হেরে যায় কিংস। প্রথম লেগে যা-ই ঘটুক না কেন, দ্বিতীয় লেগে কিংস ফিরতে চায় চেনা ছন্দে। দলের শক্তি বাড়াতে নতুন বিদেশি অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে আর্জেন্টাইন স্ট্রাইকার ৩২ বছর বয়সি হুয়ান লেসকানো অন্যতম। ইতোমধ্যে তিনি ঢাকায় এসেছেন। এসেই অনুশীলনে নেমে পড়েছেন। দলে খেলে যাওয়া আসরর গফুরভ কিংস শিবিরে যোগ দিয়েছেন। ঘানার ইভান্স ইতিও আসছেন। মিগেল ও জনাথন আছেনই। সব মিলিয়ে সেরা একাদশে চারজন মানসম্পন্ন বিদেশি নামবেন। ২ মে ঢাকা আবাহনীর বিপক্ষে ফিরতি পর্বে ম্যাচ। মোহামেডান ও আবাহনীকে হারাতে পারলে কিংস ভালোভাবেই শিরোপা লড়াইয়ে টিকে থাকবে। বসুন্ধরা যেমন দলের শক্তি বাড়িয়েছে, তেমনভাবে মোহামেডান ও আবাহনীতেও নতুন বিদেশি যোগ দিয়েছেন। প্রথম লেগে আবাহনী লোকালদের নিয়ে খেলেছিল। ১১তম রাউন্ড থেকে দুই বিদেশিকে দেখা যাবে। রাফায়েল অগাস্টো ও এমেকা নামে এক নাইজেরিয়ান ঢাকায় এসে আবাহনীতে অনুশীলনও শুরু করে দিয়েছেন। সে ক্ষেত্রে শীর্ষে থাকা মোহামেডান কিছুটা পিছিয়ে। দুই বছর আগে পুলিশে খেলে যাওয়া এনরিক মরিনোকে দ্বিতীয় লেগে অন্তর্ভুক্ত করলেও এখনো ঢাকায় আসেননি। ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব বলেছেন, আগামীকালই মরিনো আসছেন।