উয়েফা চ্যাম্পিয়নস লিগে নেইমার ৮১ ম্যাচে ৪৩টি গোল করেছেন। এ ছাড়া দলকে ৩৬টি গোল করতে সহযোগিতা করেন এ ব্রাজিলিয়ান। তিনি ২০১৩-১৪ মৌসুম থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত দুটি দলের হয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বার্সেলোনার হয়ে ২১টি ও পিএসজির হয়ে ২২টি গোল করেন নেইমার।