মুশফিকুর রহিম এক মধ্যরাতে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান। সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার এখন শুধু টেস্ট খেলবেন। তারপরও মুশফিককে ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বিসিবি। এখন ক্যাটাগরি ‘এ’ আছেন। টেস্ট খেলার জন্য মার্চ মাস থেকে ‘বি’ ক্যাটাগরিতে চলে আসবেন। কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। তাকে রাখা হয়েছিল ‘বি’ ক্যাটাগরিতে। সমালোচকদের সমালোচনায় এবং ক্যারিয়ারের কথা চিন্তা করে চুক্তি থেকে নাম প্রত্যাহার করেন সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ। আগের কয়েক বছর বিসিবি টেস্ট, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ক্রিকেটারদের চুক্তি করত। এবার একবারে চুক্তি করেছে। মার্চের পর চুক্তিতে থাকবেন না মাহমুদুল্লাহ। ক্রিকেট বোর্ড এবার কেন্দ্রীয় চুক্তি করেছে ২২ ক্রিকেটারের সঙ্গে। মাহমুদুল্লাহ সরে দাঁড়ানোয় এখন ২১ ক্রিকেটার চুক্তিভুক্ত হয়েছেন ‘এ’ প্লাস, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’- এই পাঁচ ক্যাটাগরিতে। চুক্তির মেয়াদ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। একমাত্র ক্রিকেটার হিসেবে তাসকিন আহমেদ ‘এ’ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন। তার মাসিক বেতন ১০ লাখ টাকা।
২১ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করা হয়েছে পাঁচ ক্যাটাগরিতে। ‘এ’ প্লাস ক্যাটাগরির বেতন ১০ লাখ টাকা। ‘এ’-ক্যাটাগরির বেতন ৮ লাখ, ‘বি’ ক্যাটাগরি ৬ লাখ, ‘সি’ কাটাগরি ৪ লাখ ও ‘ডি’ কাটাগরি ২ লাখ টাকা। বাড়ানো হচ্ছে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ম্যাচ ফি। আগে টেস্টে ম্যাচ ফি ছিল ৬ লাখ টাকা। ওয়ানডেতে ৩ লাখ এবং টি-২০ ক্রিকেটে ২ লাখ টাকা দেওয়া হয়। কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবার জায়গা পেয়েছেন ‘স্পিডস্টার’ নাহিদ রানা। তাকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। এ ছাড়া প্রথমবার চুক্তিভুক্ত হয়েছেন জাকের আলী, রিশাদ হোসেন ও তানজিদ হাসান। তিনজনই ‘সি’ ক্যাটাগরিতে। বাদ পড়েছেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, জাকির হাসান, মাহমুদুল হাসান ও নাঈম হাসান। চুক্তিতে ফিরেছেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম।