রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরে বাস করেন মন্টু মিয়া। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা শেষ করেছেন তিনি। ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের উদ্ভাবনের প্রতি আগ্রহ ছিল তার। পেশায় ডেকোরেশনের দোকানের কর্মচারী তিনি। দ্রুত সময়ের মধ্যে ডেকোরেশনের জিনিসপত্র পরিবহনের জন্য তাড়া থাকে তার। এরপর মাথায় আসে মোটরসাইকেলের সঙ্গে ভ্যান যুক্ত করার। গত পাঁচ বছর ধরে এ নিয়ে পরিকল্পনা করেন তিনি। কিন্তু বাদ সাধে অর্থ। কমমূল্যের একটি মোটরসাইকেল কেনার কথা জানান স্বজনদের। পরে মাত্র ১৬ হাজার টাকা দিয়ে কেনেন একটি ব্যবহৃত মোটরসাইকেল। সেই মোটরসাইকেলের সঙ্গে ভ্যানগাড়ি যুক্ত করেন গত মাসে। সাড়া ফেলেন মন্টু মিয়া। মন্টু মিয়া বলেন, ‘আমার নির্দিষ্ট কোনো পেশা নেই। কাঠমিস্ত্রি থেকে শুরু করে ভ্যান-রিকশা চালাই। বেশির ভাগ সময় ডেকোরেটরের জিনিসপত্র বহন করি। ভ্যানের ব্যাটারির কোনো গ্যারান্টি নেই। ব্যাটারি মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। অনেক সময় চার্জ থাকে না। যখন চার্জ থাকে না তখন বসে থাকতে হয়। চিন্তা করি মোটরসাইকেলের সঙ্গে ভ্যান যুক্ত করব। এতে চার্জের কোনো সমস্যা থাকবে না। গাড়িও হবে আবার মালপত্রও বহন করা যাবে। এরপর ১৬ হাজার টাকা দিয়ে ৮০ সিসির একটি মোটরসাইকেল ক্রয় করি। মোটরসাইকেলের পেছনের চাকা আর ভ্যানগাড়ির সামনে চাকা খুলে ফেলি। একটি ওয়ার্কশপ থেকে ফ্রেম তৈরি করি। বর্তমানে ভালোই চলছে আমার এই গাড়ি। চার্জের কোনো সমস্যা নেই। ব্রেক সিস্টেম ভালো। দ্রুত সময়ে গন্তব্যে যাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘আমাদের উদ্ভাবনের কোনো স্বীকৃতি নেই। রাস্তায় গেলে ট্রাফিক পুলিশ গাড়ি আটক করে কি না সেটা নিয়ে দুশ্চিন্তায় থাকি।’ মন্টু মিয়ার স্ত্রী জুলেখা বেগম বলেন, ‘আমার স্বামী আজব এক ভ্যানগাড়ি তৈরি করছে। বিভিন্ন মানুষ দেখতে আসতেছে। অনেক নিউজ হইছে। সেগুলো দেখে ভালো লাগে। তবে এবারের তার এই ভ্যান তৈরি ভালো হয়েছে। কাজ করে সংসারে বেশ টাকা দিচ্ছেন।’ মিজানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্লাবন আলী বলেন, ‘মন্টু মিয়া বিভিন্ন সময় অনেক কিছু তৈরি করেছে। অনেক উদ্ভাবনে তিনি সফল হয়েছেন। মোটরসাইকেলের সঙ্গে এই ভ্যানগাড়ি আমি অনেকবার দেখেছি। ভালোই চলছে তার গাড়ি।’
শিরোনাম
- বিস্ফোরণে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়ার শহর পাম স্প্রিংস
- যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো তাণ্ডব, ২৫ জনের মৃত্যু
- ম্যানসিটিকে হারিয়ে ইতিহাসে প্রথম শিরোপা জিতল ক্রিস্টাল প্যালেস
- পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট সর্বোচ্চ ফি ৩০০ টাকা নির্ধারণ
- হজযাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ সৌদি আরবের
- ‘তাণ্ডব’-এ শাকিব খানের রাফ লুক, রহস্যে ঘেরা নতুন পোস্টার
- বাংলাদেশ এড়িয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিল ভারত
- ইমনের ব্যাটে শতরান, পেসে ছিন্নভিন্ন আমিরাত
- মেরাদিয়ায় হাট বসাতে দেওয়া হবে না
- ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
- কোরবানির হাট কাঁপাবে ৪০ মণ ওজনের সম্রাট
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
- বৃষ্টিতে প্লে-অফ স্বপ্ন ভেসে গেল কলকাতার
- আইসিসিবিতে শিক্ষামেলায় ব্যাপক সাড়া
- গাজায় গণহত্যার প্রতিবাদ: সিনেট থেকে হাতকড়া পরিয়ে বের করে দেওয়া হল প্রবীণ অধিকারকর্মীকে
- পাকিস্তানে হামলা নিয়ে বিভক্ত ভারতের রাজনীতি
- সাইবার নিরাপত্তা প্রদান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব
- সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান : তারেক রহমান
- গণতন্ত্রের স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন : নবীউল্লাহ নবী
- ইমনের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ
দাপিয়ে চলছে মন্টু মিয়ার আজব ভ্যান
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর