অন্তর্বর্তী সরকার এসে ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নাম পরিবর্তন করেছে। এবার বদলে গেল খ্যাতনামা অ্যাথলেট সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম। পাকিস্তান আমল ও স্বাধীনতার পর ট্রাক কাঁপিয়েছিলেন সুলতানা কামাল। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার আসার পর মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করে সুলতানা কামাল ধানমন্ডি কমপ্লেক্স। অ্যাথলেটদের মধ্যে সুলতানা বিদেশে প্রথম পদক জয় করেছিলেন। সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন সুলতানার স্বামী। ১৯৭৫ সালে মুজিব পরিবারের সঙ্গে তিনিও নিহত হন। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাসার ছাদে গুলি লাগে সাড়ে ছয় বছর বয়সি রিয়া গোপের মাথায়। কয়েক দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে ছোট্ট এই শিশু। সেই রিয়ার স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিকে রোলার স্কেটিং কমপ্লেক্সের নামও পরিবর্তন হয়েছে। শেখ রাসেলের নাম বাদ দিয়ে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স রাখা হয়েছে। রমনা টেনিস কমপ্লেক্স শেখ জামাল বাদ দিয়ে জাতীয় টেনিস কমপ্লেক্স রাখা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে রাখা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্থাপনাগুলোর নাম পরিবর্তনের কথা নিশ্চিত করেন।