চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতা শেষে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। একদিনের বিরতি শেষে মাঠে নেমে পড়েছেন নাজমুল শান্ত, মেহেদি মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা। নাজমুল শান্ত, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাহিদ রানা, পারভেজ ইমন, রিপন মন্ডল, জিসান আলম, মৃত্যুঞ্জয় চৌধুরীরা খেলছেন আবাহনীতে। মোহামেডানে খেলছেন তামিম ইকবাল, মুশফিক, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, রনি তালুকদাররা। গতকাল বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের উদ্বোধনী দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে ৬ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে নবাগত অগ্রণী ব্যাংক। বিকেএসপি-৩ নম্বর মাঠে ইফতেখার হোসেন ইফতির অলরাউন্ডিং পারফরম্যান্সে মোহামেডানকে ৯৭ রানে হারিয়েছে নবাগত গুলশান ক্রিকেটার্স। বিকেএসপি-৪ নম্বর মাঠে রূপগঞ্জ ক্রিকেটার্সকে ৩ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক।
মিরপুরে আজ মুখোমুখি হবে ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপি-৩ নম্বর মাঠে গাজী গ্রুপ-লিজেন্ডস অব রূপগঞ্জ এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে শাইনপুকুর-পারটেক্স ম্যাচ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে ২৩৪ রান করে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। সেটা তাড়া করে ইমরুল কায়েসের ৯৪ রানে ভর করে ৪৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক। আবাহনীর পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ৫০ রান। মুমিনুল হক ২৭, অধিনায়ক নাজমুল শান্ত ২০ রান করেন। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বলে হেলমেট ছুড়ে মারে নাজমুল। অগ্রণী ব্যাংকের শহীদুল ইসলাম নেন ৪ উইকেট। ২৩৫ রানের টার্গেটে ৩০ বল হাতে রেখে জয় তুলে নেয় অগ্রণী ব্যাংক। সাদমান ৪৬ রান করেন। ইমরুলের ৯৪ বলে ৯৪ রানের ইনিংসটিতে ছিল ৩টি চার ও ৭টি ছক্কা। অমিত হাসান ৪৪ রান করেন।
প্রিমিয়ার ক্রিকেটে প্রথমবার খেলছে গুলশান ক্রিকেটার্স। অভিষেক আসরেই বাজিমাত করেছে তরুণদের নিয়ে গড়া দলটি। অনূর্ধ্ব-১৯ যুব দলের ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি মোহামেডানকে পাত্তাই দেয়নি। মোহামেডানকে হারাতে অলরাউন্ডিং পারফরম্যান্স করেন ইফতিখার হোসেন ইফতি। সেঞ্চুরির পাশাপাশি ৩ উইকেট নেন। গুলশান প্রথম ব্যাটিংয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৮ রান করে। জবাবে ৪০.২ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় মোহামেডান। প্রিমিয়ার লিগে প্রথম সেঞ্চুরি করেন গুলশানের ইফতেখার। ১০৮ রানের ইনিংস খেলেন ১১০ বলে ৯ চার ও ৩ ছক্কায়। বোলিংয়ে ৩২ রানে নেন ৩ উইকেট। মোহামেডানের তামিম ২২, মুশফিক ৭, মাহমুদুল্লাহ ১০, রনি ৯, মাহিদুল অঙ্কণ ৩১, সাইফউদ্দিন ৪ ও নাসুম ১২ রান করেন। আরিফুল ইসলাম সর্বোচ্চ ৭৩ রান করেন ৭৯ বলে। রূপগঞ্জ ক্রিকেটার্সের ২১৭ রান টপকায় প্রাইম ব্যাংক শামীম হোসেনের ব্যাটিং দৃঢ়তায়। শামীমের অপরাজিত ৯৪ রানে ভর করে ৩ উইকেটের জয় পায় প্রাইম বাংক।