আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলে ২০১৭ সালে। সেবার গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পায় বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দেয় টাইগাররা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনাল খেলে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের কাছে ৯ উইকেটে হেরে বিদায় নেয় টাইগাররা।