অবশেষে দেড় বছর পর ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন। দীর্ঘদিন ইনজুরিতে ছিলেন তিনি। তবে ইনজুরি কাটিয়ে ফিরেছেন মাঠে। সম্প্রতি সৌদি আরবের আল হিলাল ছেড়ে যোগ দিয়েছেন সাও পাওলোর শৈশবের ক্লাব সান্তোসে। দেশের দলটির জার্সিতে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছেন নেইমার। চিরচেনা রূপে ফেরার পথে থাকায় নেইমারের জাতীয় দলে ডাক পাওয়ার গুঞ্জন ছিল। অবশেষে দেড় বছর পর তাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডেকেছেন কোচ দরিভাল জুনিয়র। এখনো চূড়ান্ত না হলেও আগামী সপ্তাহে দল ঘোষণার আগে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ৫২ ফুটবলারকে ডাকা হয়েছে। তাদের মধ্য থেকে ২৩ জন চূড়ান্ত তালিকায় থাকবেন ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য। আগামী ২১ মার্চ কলম্বিয়া এবং ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে সেলেকাওরা।
জাতীয় দলের হয়ে আসন্ন ম্যাচ দুটিতে খেলার প্রত্যাশার কথা সম্প্রতি জানিয়েছিলেন নেইমার। যদিও তিনি দলে আসার ভারটা কোচের ওপরই ছেড়ে দিয়েছিলেন। প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়ে পুনরায় তার হলুদ জার্সি গায়ে জড়ানোর সম্ভাবনা তৈরি হলো। এর আগে ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার। তিনি পুনরায় মাঠে ফেরেন ২০২৪ সালের অক্টোবরে। সৌদি ক্লাব আল হিলালের হয়ে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেন। এরপর আবারও চোটের কারণে ছিলেন মাঠের বাইরে। এমন পরিস্থিতিতে তাকে আর রাখতে চায়নি সৌদি আরবের দলটি। নেইমার নিজেও সান্তোসে ফিরতে মুখিয়ে ছিলেন।