চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের মিশন শেষ হয়েছে। গত রাতেই ক্রিকেটাররা দেশে ফিরেছেন। আপাতত চোখ এখন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দিকে। ৩ মার্চ শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ আসর। লিগে একের পর এক শিরোপা জিতেই চলছে আবাহনী। সাফল্যের দিক দিয়ে তাদের ধারে কাছে কেউ নেই। ৯০ দশক পর্যন্ত আবাহনী ও মোহামেডান সমান তালে পাল্লা দিচ্ছিল। এরপরই বলা যায় আবাহনীর একক রাজত্ব। ২০০৯-১০ মৌসুমের পর চ্যাম্পিয়নই হতে পারেনি ঐতিহ্যবাহী সাদাকালো শিবির। অনেক দিন পর গেল মৌসুমে রানার্সআপ হয়েছে মোহামেডান। ১৫ বছর ধরে শিরোপা বঞ্চিত তারা। যা সমর্থকরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
হারানো গৌরব ফিরে পাওয়ার লক্ষ্যে মোহামেডান এবার মাঠে নামবে। অনেকদিন পর সর্বোচ্চ বাজেটে তারা শক্তিশালী দল গড়েছে। বলা যায়, তারকা ভরপুর দল। সদ্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ছাড়া মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ সাদাকালো শিবিরে খেলবেন। রিয়াদ অবশ্য কয়েক বছর ধরেই মোহামেডানে খেলছেন। তামিম ইকবাল, রনি তালুকদার, মুশফিক হাসান, আরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও ইসলাম অঙ্কণরাও খেলবেন।
এ দল নিয়ে শিরোপা জেতা সম্ভব। তারপরও ক্রিকেট তো আবার অনিশ্চয়তার খেলা। এখানে কখন কী ঘটে বলা যায় না। প্রথম ম্যাচেই কেমন দল সাজাবেন এ নিয়ে ভাবনায় টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়নস ট্রফি খেলে অনেকে ক্লান্ত। তাদের পক্ষে শুরুতে খেলা সম্ভব কি না তাই দেখার বিষয়।