নিউজিল্যান্ড ও ভারতের পর তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নরা সেমিফাইনালে উঠেছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায়। গতকাল লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের জটিল সমীকরণের ম্যাচটি পুরোপুরি হতে পারেনি। আফগানিস্তান পুরো ৫০ ওভার ব্যাটিং করেছে। ২৭৪ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১২.৫ ওভারে ১০৯ রান তোলার পর বৃষ্টিতে ম্যাচটি আর মাঠে গড়ায়নি। পরিত্যক্ত হয়। পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। গ্রপ পর্বে অস্ট্রেলিয়ার টানা দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি মাঠেই গড়ায়নি। গতকাল দ্বিতীয় সেশনে পরিত্যক্ত হয়। চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরে এ নিয়ে তৃতীয়বার ম্যাচ পরিত্যক্ত হলো। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও হয়নি। সেমিফাইনাল খেলার সুযোগ ছিল অস্ট্রেলিয়া, আফগানিস্তান দুই দলেরই। এমন সমীকরণের ম্যাচে প্রথম ব্যাটিংয়ে ৫০ ওভারে ২৭৩ রান করে হাশমতুল্লাহ শাহিদির আফগানিস্তান। দলটির পক্ষে জোড়া হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন সাদিকুল্লাহ আতাল। ৮৫ রান করেন ৯৫ বলে ৬ চার ও ৩ ছক্কায়। শেষ দিকে আজমতুল্লাহ কামারজাই ৬৩ বলে ৬৭ রান করেন ১ চার ও ৫ ছক্কায়। এর আগে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ১০৭ রানে। চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথম খেলেছে আফগানিস্তান। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে চমকে দেয় ক্রিকেটপ্রেমীদের। একই সঙ্গে সেমিফাইনালের আশা জাগিয়ে রাখে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া রেকর্ড গড়ে জয় পায় ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড প্রথম ব্যাটিংয়ে ৩৫১ রান করে। যা চ্যাম্পিয়নস ট্রফির রেকর্ড। সেটা অস্ট্রেলিয়া টপকে যায় জশ ইংলিসের অপরাজিত ১২০ রানে ভর করে। ২৭৪ রানের টার্গেটে গতকাল ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের দুই ওপেনার ম্যাথু শর্ট ও ট্রাভিস হেড ৪.৩ ওভারে ৪৪ রানের ভিত দেন। শর্ট সাজঘরে ফেরেন ১৫ বলে ১ ছক্কা ও ৩ চারে। ওপেনারের বিদায়ের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের সেঞ্চুরিয়ান হেড জুটি বাঁধেন অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে। দুজনে যখন ১২.৫ ওভারে ১০৯ রান পর্যন্ত যান, তখনই বৃষ্টি নামে। এরপর আর খেলা হয়নি। ২ ঘণ্টা পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। হেড তখন ব্যাট করছিলেন ৫৯ আর স্মিথ ১৯ রানে। নিয়ম অনুযায়ী ম্যাচের ফল হতে কমপক্ষে ২০ ওভার খেলা হতে হতো। কিন্তু খেলা হয়নি বলে খেলা পরিত্যক্ত হয়। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪। ৩ পয়েন্ট করে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডের কাছে যদি আজ প্রোটিয়ারা বড় ব্যবধানে হেরে যান, তখন রানরেটে হিসাব আসবে। অবশ্য ১০৭ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেশি।
শিরোনাম
- টিকফার মাধ্যমে অবস্থান তুলে ধরে শুল্ক কমানোর আলোচনা করতে হবে
- সিঙ্গাপুর থেকে দেশে ফিরল গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা
- ব্যাংককে খলিল-ডোভাল আলাপচারিতা
- গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
- যৌথ অভিযানে এক সপ্তাহে ৩৪১ অপরাধী গ্রেফতার
- ভোলায় দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫
- বিগত দিনে মানুষ ভোট দিতে পারে নাই : ধর্ম উপদেষ্টা
- ১১ বছরেও মিলল না সন্ধান, এমএইচ৩৭০ নিয়ে প্রশ্নের শেষ নেই
- যশোরে বাসের ধাক্কায় প্রাণ হারালো বাবা-মেয়ে, আহত ৩
- ট্রাম্পের শুল্কারোপ: ১০০ বছরে বিশ্ব বাণিজ্যে বড় পরিবর্তন
- গাজায় দেড় বছরে প্রায় ৪০ হাজার শিশু এতিম হয়েছে
- ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক শুক্রবার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর সমাধান করা হবে : প্রধান উপদেষ্টা
- সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা
- শৈশবে ভয়াবহ অভিজ্ঞতা, নৃত্যগুরুর হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী
- রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের যুবক নিহত
- লিবিয়ার জিম্মি দশা থেকে দেশে ফিরলেন লোকমান
- সাতক্ষীরায় বাঁধ ভাঙনে দুর্যোগ, ক্ষতিগ্রস্তদের পাশে নৌবাহিনী
- মার্কিন কূটনীতিকদের জন্য চীনাদের সঙ্গে প্রেমে নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের
- মির্জাপুরে বাছুরসহ দুই গাভী চুরি
ম্যাচ পরিত্যক্ত অস্ট্রেলিয়া সেমিফাইনালে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর

ভারতকে রুখে ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেল হামজারা, শীর্ষে মেসির আর্জেন্টিনা
১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেতানিয়াহুকে গ্রেফতারে পরোয়ানা: আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম