নিউজিল্যান্ড ও ভারতের পর তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নরা সেমিফাইনালে উঠেছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায়। গতকাল লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের জটিল সমীকরণের ম্যাচটি পুরোপুরি হতে পারেনি। আফগানিস্তান পুরো ৫০ ওভার ব্যাটিং করেছে। ২৭৪ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১২.৫ ওভারে ১০৯ রান তোলার পর বৃষ্টিতে ম্যাচটি আর মাঠে গড়ায়নি। পরিত্যক্ত হয়। পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। গ্রপ পর্বে অস্ট্রেলিয়ার টানা দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি মাঠেই গড়ায়নি। গতকাল দ্বিতীয় সেশনে পরিত্যক্ত হয়। চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরে এ নিয়ে তৃতীয়বার ম্যাচ পরিত্যক্ত হলো। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও হয়নি। সেমিফাইনাল খেলার সুযোগ ছিল অস্ট্রেলিয়া, আফগানিস্তান দুই দলেরই। এমন সমীকরণের ম্যাচে প্রথম ব্যাটিংয়ে ৫০ ওভারে ২৭৩ রান করে হাশমতুল্লাহ শাহিদির আফগানিস্তান। দলটির পক্ষে জোড়া হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন সাদিকুল্লাহ আতাল। ৮৫ রান করেন ৯৫ বলে ৬ চার ও ৩ ছক্কায়। শেষ দিকে আজমতুল্লাহ কামারজাই ৬৩ বলে ৬৭ রান করেন ১ চার ও ৫ ছক্কায়। এর আগে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ১০৭ রানে। চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথম খেলেছে আফগানিস্তান। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে চমকে দেয় ক্রিকেটপ্রেমীদের। একই সঙ্গে সেমিফাইনালের আশা জাগিয়ে রাখে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া রেকর্ড গড়ে জয় পায় ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড প্রথম ব্যাটিংয়ে ৩৫১ রান করে। যা চ্যাম্পিয়নস ট্রফির রেকর্ড। সেটা অস্ট্রেলিয়া টপকে যায় জশ ইংলিসের অপরাজিত ১২০ রানে ভর করে। ২৭৪ রানের টার্গেটে গতকাল ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের দুই ওপেনার ম্যাথু শর্ট ও ট্রাভিস হেড ৪.৩ ওভারে ৪৪ রানের ভিত দেন। শর্ট সাজঘরে ফেরেন ১৫ বলে ১ ছক্কা ও ৩ চারে। ওপেনারের বিদায়ের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের সেঞ্চুরিয়ান হেড জুটি বাঁধেন অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে। দুজনে যখন ১২.৫ ওভারে ১০৯ রান পর্যন্ত যান, তখনই বৃষ্টি নামে। এরপর আর খেলা হয়নি। ২ ঘণ্টা পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। হেড তখন ব্যাট করছিলেন ৫৯ আর স্মিথ ১৯ রানে। নিয়ম অনুযায়ী ম্যাচের ফল হতে কমপক্ষে ২০ ওভার খেলা হতে হতো। কিন্তু খেলা হয়নি বলে খেলা পরিত্যক্ত হয়। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪। ৩ পয়েন্ট করে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডের কাছে যদি আজ প্রোটিয়ারা বড় ব্যবধানে হেরে যান, তখন রানরেটে হিসাব আসবে। অবশ্য ১০৭ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেশি।
শিরোনাম
- আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- বেনফিকার জার্সিতে আর দেখা যাবে না ডি মারিয়াকে
- জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত : সহমর্মিতা জানালেন হিলারি ক্লিনটন
- চলতি মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা
- তিন দলের প্লে-অফ নিশ্চিত, চতুর্থ স্থান নিয়ে জমজমাট লড়াই
- ফিজের প্রত্যাবর্তনের দিনে দিল্লির বড় হার, প্লে-অফে গুজরাট
- ১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহীর বিশ্বরেকর্ড
- ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
- রাহুলের সেঞ্চুরিতে দিল্লির ১৯৯ রানের পুঁজি
- ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
- পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
- মিরপুরের শ্যামলপল্লি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
- পশ্চিমবঙ্গে গ্রেফতার তিন বাংলাদেশি
- টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১৩ ল্যাপটপসহ চক্রের ৪ সদস্য আটক
- চবিতে ‘রোড টু সাকসেস ২০২৫’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ম্যাচ পরিত্যক্ত অস্ট্রেলিয়া সেমিফাইনালে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর