মার্চে ট্র্যাকে গড়াচ্ছে ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এ আসরে বাংলাদেশের একমাত্র অ্যাথলেট জহির রায়হান অংশ নেবেন। অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্মসম্পাদক ও বাছাই কমিটির সদস্য কিতাব আলী গতকাল বিষয়টি নিশ্চিত করেন। আগের ইনডোর অ্যাথলেটিকসে অংশ নিয়েছিলেন ইমরানুর। প্রথম হয়েছিলেন। এবারও তাঁর নাম পাঠানো হয়েছিল। বিতর্ক ওঠায় ইমরানুর নিজেই তাঁর নাম প্রত্যাহার করে নেন। ২১-২৩ মার্চ চীনে হতে যাচ্ছে বিশ্ব ইনডোর প্রতিযোগিতা। ৪০০ মিটার দৌড়ে জহির অংশ নেবেন। জাতীয় প্রতিযোগিতায় ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করায় তাঁকে বেছে নিয়েছে ফেডারেশন। অন্যদিকে এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেননি ইমরান। প্রশ্ন উঠেছে-এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে মোহাম্মদ ইসমাইল দ্রুততম মানব হন। তাঁর পারফরম্যান্সেও তো ধারাবাহিকতা রয়েছে। তাহলে তাঁকে কেন চীনে পাঠানো হচ্ছে না?