২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্ব ফুটবলে গ্রুপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লড়াই সামনে রেখে আজ শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। বসুন্ধরা কিংস অ্যারিনায় প্রস্তুতি চলবে। ঢাকায় সপ্তাহখানেক অনুশীলন করে ৫ মার্চ সৌদি আরবে যাবে নিবিড় প্রশিক্ষণের জন্য। ১৭ মার্চ ঢাকায় ফিরবে। এর পরই উড়ে যাবে ভারতে। ম্যাচটি হবে শিলংয়ে। ফুটবলে এর আগে অসংখ্যবার বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে। তবে এবারের লড়াই আলাদা গুরুত্ব পাচ্ছে। কেননা, ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের পক্ষে ম্যাচটি খেলবেন। ভারতের বিপক্ষেই ৩০ লাখ শহীদের বিনিময়ে পাওয়া লাল-সবুজের জার্সিতে তাঁর অভিষেক হতে যাচ্ছ। বাংলাদেশ জাতীয় দলে ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়া দীর্ঘদিন ধরেই খেলছেন। শুধু তাই নয়, জাতীয় দলে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড জামালেরই। জাতীয় দলের আরেক প্রবাসী ফুটবলার তারিক কাজীও খেলছেন। ফিনল্যান্ডপ্রবাসী তারিকও আস্থার পরিচয় দিয়েছেন।
হামজার বিষয়টি সবকিছু ছাপিয়ে গেছে। কেননা হামজা যে বাংলাদেশ দলে খেলবেন তা স্বপ্নই বলা যায়। এটা ঠিক, বিশ্ব ফুটবলে তিনি পরিচিত মুখ নন। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে সুনাম কুড়িয়েছেন। গোট ইংল্যান্ড তাঁকে এক নামে চেনে ও জানে। এমন মানসম্পন্ন খেলোয়াড়কে পাওয়াটা সত্যিই গর্বের ব্যাপার। প্রশ্ন হচ্ছে, যাকে নিয়ে এত আলোচনা সেই হামজা বাংলাদেশ দলে যোগ দেবেন কবে? তিনি এখন শেফিল্ড ইউনাইটেডে ব্যস্ত সময় পার করছেন। সে ক্ষেত্রে তাঁর অনুশীলনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, সম্ভবত ১৮ মার্চ হামজা ঢাকায় আসছেন। ২০ মার্চ এখান থেকেই তিনি ভারতে যাবেন। হামজা ছাড়াও ইতালিতে খেলা আরেক প্রবাসী ফুটবলার ফাহামেদুল ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন। সৌদি আরবে তিনি অনুশীলন করবেন। পেশাদার লিগে পারফরম্যান্স দেখে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু দ্বিতীয় লেগে প্রথম ম্যাচে পারফরম্যান্সে সন্তুষ্ট না হওয়ায় আট খেলোয়াড়কে বাদ দিয়েছেন।