শক্তিশালী হলে তো আকাশছোঁয়ার মতো পারিশ্রমিক। মাঝারি মানের দল গড়লেও কয়েক কোটি টাকা খরচ। অর্থ সংকটে তাই হিমশিম খেতে হচ্ছে পেশাদার ফুটবল খেলা অধিকাংশ ক্লাবকে। কাল দেশীয় ফুটবলে সবচেয়ে মর্যাদাকর আসরে দ্বিতীয় লেগের পর্দা উঠছে। চুক্তিবদ্ধ খেলোয়াড়দের পেমেন্ট এ সময়ে শেষ হয়ে যাওয়ার কথা। অথচ অনেক ক্লাবই আছে পেমেন্টের ফিফটি পার্সেন্ট টাকাও শোধ করতে পারেনি। চলতি লিগে ১০টি ক্লাব অংশ নিচ্ছে। এর মধ্যে দু-একটি ক্লাব ছাড়া চুক্তির ৩০ ভাগ অর্থও শোধ করেনি। এর মধ্যে যেমন লোকালরা রয়েছেন, তেমনি বিদেশি ফুটবলাররাও। টাকা বাকি তার পরও ক্লাবগুলো সত্য স্বীকার করছে না। এতে ভাবমূর্তি নষ্ট হবে। সত্যি বলতে কি, পেমেন্টের জন্য খেলোয়াড়রাও তাগাদা দিচ্ছেন না সেভাবে। তারাও জানেন বর্তমান প্রেক্ষাপটে ক্লাবগুলোর অসহায়ত্বের কথা। লোকালদের না হয় বকেয়া রাখা যাবে। বিদেশিদের পুরো অর্থই দিতে হবে। তা না হলে ফিফার কাছে নালিশ চলে যাবে। এমন ঘটনা তো অহরহই ঘটছে। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান প্রথমবারের মতো পেশাদার লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। লিগে তারা শীর্ষে রয়েছে। অথচ এ ক্লাবই নাকি খেলোয়াড়দের পেমেন্ট ঠিকমতো দিতে পারছে না। কোচিং স্টাফরাও দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। এতটা খারাপ যে, দলের বিদেশি ফুটবলাররা বড়দিন উদযাপন করতেও হিমশিম খেয়েছেন। দ্বিতীয় লেগ শুরুর আগে বড় অঙ্কের পেমেন্ট দেওয়ার কথা। যতদূর জানা যায়, তাও সম্ভব হয়নি টিম ম্যানেজমেন্টের পক্ষে। ঢাকা আবাহনী তো অর্থের অভাবে প্রথম লেগে বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতেই পারেনি। দ্বিতীয় লেগে দেখা যাবে, তা আনতেও ক্লাব কর্তৃপক্ষের ঘুম হারাম হওয়ার উপক্রম। অধিকাংশ ক্লাবেরই একই হাল। নিচের সারির দলগুলো নাকি ৫, ১০ হাজার করে পেমেন্ট শোধ করছে। মৌসুমটা চালাতে ভোগান্তির শেষ নেই ক্লাবগুলোর।
শিরোনাম
- কাশ্মীর সীমান্তে নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনা নিহত
- আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- বেনফিকার জার্সিতে আর দেখা যাবে না ডি মারিয়াকে
- জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত : সহমর্মিতা জানালেন হিলারি ক্লিনটন
- চলতি মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা
- তিন দলের প্লে-অফ নিশ্চিত, চতুর্থ স্থান নিয়ে জমজমাট লড়াই
- ফিজের প্রত্যাবর্তনের দিনে দিল্লির বড় হার, প্লে-অফে গুজরাট
- ১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহীর বিশ্বরেকর্ড
- ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
- রাহুলের সেঞ্চুরিতে দিল্লির ১৯৯ রানের পুঁজি
- ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
- পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
- মিরপুরের শ্যামলপল্লি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
- পশ্চিমবঙ্গে গ্রেফতার তিন বাংলাদেশি
- টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১৩ ল্যাপটপসহ চক্রের ৪ সদস্য আটক
অর্থসংকটে ক্লাবগুলো
দ্বিতীয় লেগ শুরু কাল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর