নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সৌরজগতের বাইরে প্রথমবারের মতো সরাসরি কার্বন ডাই অক্সাইডের চিত্র ধারণ করেছে। ১৩০ আলোকবর্ষ দূরের এইচআর ৮৭৯৯ তারকা ব্যবস্থা থেকে পাওয়া এই তথ্য বিশাল আকৃতির এক্সোপ্ল্যানেটগুলোর গঠন প্রক্রিয়া সম্পর্কে নতুন ধারণা দিয়েছে।
গবেষকদের মতে, এই গ্রহগুলো বৃহস্পতি ও শনি গ্রহের মতো করেই ‘কোর এক্রিশন’ পদ্ধতিতে গঠিত হয়েছে। এই পদ্ধতিতে ধীরে ধীরে কঠিন কণা জমে বিশাল গ্যাসীয় গ্রহ তৈরি হয়।
ওয়েব টেলিস্কোপের উন্নত ‘কোরোনাগ্রাফ’ প্রযুক্তি তারার তীব্র আলো আটকে দিয়ে গ্রহগুলোর স্পষ্ট চিত্র ধারণে সহায়তা করেছে। এই পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানীরা এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে কার্বন, অক্সিজেন এবং আয়রনের মতো ভারী মৌলগুলোর উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয়েছেন।
গবেষক উইলিয়াম ব্যালমার জানিয়েছেন, আমাদের লক্ষ্য হলো অন্যান্য সৌরজগতের ছবি ধারণ করে আমাদের নিজস্ব সৌরজগতের তুলনা করা। এতে আমরা বুঝতে পারব আমাদের গ্রহ ব্যবস্থা কতটা ব্যতিক্রমী বা সাধারণ।
মাত্র ৩০ মিলিয়ন বছর বয়সী এইচআর ৮৭৯৯ সৌরজগতের তুলনায় অল্প বয়সী। এর গ্রহগুলো এখনো প্রচুর তাপ বিকিরণ করছে, যা তাদের গঠন প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করছে।
এখন পর্যন্ত খুব কম সংখ্যক এক্সোপ্ল্যানেটের সরাসরি ছবি পাওয়া গেছে, কারণ তারা তাদের তারকার তুলনায় অত্যন্ত ম্লান। তবে ওয়েব টেলিস্কোপের শক্তিশালী প্রযুক্তি ভবিষ্যতে আরও গ্রহ শনাক্তের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল