মহাকাশ গবেষণার ইতিহাসে এক মাইলফলক হাবল স্পেস টেলিস্কোপ। উৎক্ষেপণের ৩৫তম বর্ষপূর্তিতে নাসা সম্প্রতি মহাবিশ্বের অপরূপ সৌন্দর্য ধারণ করা একগুচ্ছ উচ্চ-রেজোলিউশনের ছবি প্রকাশ করেছে, যা গোটা বিশ্বকে আবারও মুগ্ধ করেছে।
নাসার অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শন ডোমাগাল-গোল্ডম্যান বলেন, হাবলের উন্মোচিত মহাবিশ্ব আজও আমাদের বিস্ময়াভিভূত করে। এর দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা ভবিষ্যতের মহাকাশ অভিযানগুলির জন্য অনুপ্রেরণা যোগায়।
নতুন প্রকাশিত ছবির মধ্যে উল্লেখযোগ্য-
মঙ্গল গ্রহের দুর্লভ নীলাভ দৃশ্য, যেখানে পাতলা জলীয় বরফের মেঘ হাবলের অতিবেগুনি ক্যামেরায় ফুটে উঠেছে। সুদূর নক্ষত্রমালা NGC 2899-এর রঙিন পতঙ্গ-আকৃতির নীহারিকা, রোজেট নীহারিকার ধুলো ও গ্যাসে ভরা ঝড়ো অঞ্চল ও ফ্লোকুলেন্ট স্পাইরাল গ্যালাক্সি NGC 5335-এর দীপ্তিময় কেন্দ্রীয় আলো।
১৯৯০ সালের ২৪ এপ্রিল উৎক্ষেপিত এই যৌথ আন্তর্জাতিক প্রকল্প (নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির উদ্যোগে) এ পর্যন্ত প্রায় ১.৭ মিলিয়ন মহাকাশ পর্যবেক্ষণ সম্পন্ন করেছে এবং ২২ হাজারেরও বেশি বৈজ্ঞানিক গবেষণার ভিত্তি স্থাপন করেছে। তিন দশকের বেশি সময় পেরিয়ে এসেও, হাবল মহাবিশ্বের গভীরে নতুন নতুন রহস্য উদঘাটনে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তথ্য সূত্র- নাসা সায়েন্স।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ