পায়ে হেঁটে ক্রমাগত রাতের আকাশে
সবুজ মেঘের সিঁড়ি বেয়ে
একটি উজ্জ্বল ঘোড়া নেমে এলো বুঝি!
ক্রমশ ঘোড়াটি নাচে চোখের গুহায়।
ভীষণ প্রলুব্ধ ক’রে অশুভ আত্মারা
অন্ধকার অক্টোপাসে মৃত্যু বাসা বাঁধে...
মধ্যরাতে অশ্বক্ষুর দ্বন্দ্বে নিরন্তর
জ্বলন্ত চিতায় দেখি মৃত্যুর নোঙর।