বৈরী বাতাস শুধু উত্তরে যায়,
অসীম বিষাদ কাব্য করে প্রহরে প্রহরে,
বিবর্ণ বিকেলে পাতাদের অরণ্য ছুঁয়ে
এক জীর্ণ নিঃস্বতার সাগরে ডোবে হৃদয়,
প্রকৃতির চিত্রলিপিতে গাঢ় অন্ধকার,
মন ভাঙা নিশিতে উবে যায় স্বপ্নের পাখিদের গান।
নিঃশব্দ অন্ধকারে নোনা শ্রাবণ, শোক, তাপ,
অন্ধকারে মজ্জাগত শূন্য গৃহকোণ
বাতাসে বাতাসে ছেঁড়া পাতার কাব্য,
ক্রমশ পিছনেই ফিরে যাওয়া ব্যাকুল দিনরাত
শত বেদনার নিগূঢ় ইতিহাস
আর ফেরা নয়, কোনো সম্বোধনেও নয়
কোনো আর্তিতেও নয়।