সামনেই শীত তুমি ব্যস্ত ও বাদামি রঙের চোখ
তোমার মধ্যে দেখি বাড়ছে তুমুল ব্যস্ততা
কখন কীভাবে সব সামলাবে দিশা পাচ্ছ না?
এই খুঁজে চলেছ তীব্র রোদ ছাদে একটু
নাড়াচাড়া করতে হবে বাহারি সোয়েটার কাশ্মীরি শাল
এই খুঁজে চলেছ কালিজিরা মধু জায়ফল জাফরান
প্রবল ঠান্ডায় বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা
আরও উষ্ণতার খোঁজে আস্ত হাঁসের রোস্ট ঝালফ্রাই
কালাভুনার রেসিপি
সামনেই শীত তুমি ব্যস্ত গোছাচ্ছ সব বিষয়।