মানুষ মরছে মিসাইলে, মানুষ মারছে বোমা
মানুষই বলছে এসো খুব করে ভালোবাসি
এসো প্রেম, এসো হে নিরুপমা।
কতো শালিক বৃক্ষ রূপালী নদী নিরীহ বিলে
বুনে গেছে মায়া রাতের আঁধারে তিলে তিলে
গড়া স্বপ্ন সুন্দর দ্রোহের সমাধি, এসো হে উপমা।
যুদ্ধখেলায় আমাদের অনাগত ভুল
ভুলে যাওয়া ভয়; ধ্রুপদী ট্রমা
এলেবেলে বিপন্ন গ্রহের পুতুল
যুদ্ধ তুলে এসো ভালোবাসি, এসো হে প্রিয়তমা