♦ তরুণ : ধরা যাক, এক বোকার টাকা আছে, তাকে তুমি বিয়ে করবে?
তরুণী : কেন? কত টাকা আছে তোমার?
♦ বনের ভেতর এক বাঘের বিয়ে। সেই খুশিতে বনের সব পশুই নাচ-গান শুরু করেছে। বনের এক কোনায় একটা গাধার নাচ দেখে এক বাঁদর তাকে জিজ্ঞেস করলো, ‘আরে গাধা ভাই, তুমি অযথা নাচছো কেন?’
গাধা রেগে বলল, ‘এই বনে আজ আমার ছোট ভাইয়ের বিয়ে। আমি নাচবো না তো নাচবে কে, শুনি?’
বাঁদর আবারও প্রশ্ন করল, ‘বাঘ আবার কবে থেকে তোমার ভাই হলো?’
‘আরে বাঁদর, বিয়ের আগে আমিও বাঘ ছিলাম। বাঘের ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটবে। তাহলে সে তো আমার ভাই-ই হবে, নাকি?’ গাধার উত্তর।
♦ বাজার করার মাঝখানে স্ত্রী রাগ করে চলে গেছে। কিছুতেই তাকে আর খুঁজে পাচ্ছে না অপু। অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীকে না পেয়ে সে এক মহিলার হাত ধরে অনুনয়-বিনয় করে বলল, ‘দয়া করে কিছুক্ষণের জন্য আমার সঙ্গে একটু কথা বলবেন?’
মহিলাটি রেগে বললেন, ‘চিনি না, জানি না, আপনার সঙ্গে কথা বলব কেন?’
অপু ভদ্রভাবে মহিলাকে বলল, ‘বাজারের মধ্যে আমার স্ত্রী হারিয়ে গেছে তো!’
মহিলা এবার রেগে অগ্নিশর্মা হয়ে বললেন, ‘আপনি তো আচ্ছা মানুষ দেখছি। আপনার স্ত্রী হারিয়েছে, তাতে আমার সঙ্গে কথা বলার কী সম্পর্ক?’
‘না মানে, অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলতে দেখলেই আমার স্ত্রী রেগে আবারও আমার কাছে ফিরে আসবে কি না!’
♦ আমার স্বামীর জন্য কয়েকটা শার্ট দিন তো।
: উনার গলার মাপটা?
: তা তো ঠিক বলতে পারছি না। তবে দু হাতে মাঝে মধ্যেই ওর গলা টিপে ধরতে হয় তো, হাতের মাপটা নিতে পারেন।
♦ ভোজনবিলাসী একলোক স্যুপের অর্ডার দিয়েছেন।
ওয়েটার স্যুপ নিয়ে এলে ভদ্রলোক বললেন, ‘তোমার বুড়ো আঙুল আমার স্যুপে ডুবে আছে!’
: ভয় নেই স্যার। আপনার স্যুপ তেমন গরম না।
সংগ্রহ : হাফিজুর রহমান, নয়াপল্টন, ঢাকা