বরিশালে কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। ঘটনার এক সপ্তাহ পর সোমবার সন্ধ্যায় আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।
গ্রেফতার জয় সাহা (৩০) নগরীর স্ব-রোড বাকলার মোড় এলাকার বাসিন্দা। সে মাদক মামলার পলাতক আসামি ছিলো। জয়কে গত ২২ সেপ্টেম্বর কোতয়ালী মডেল থানা পুলিশ গ্রেফতার করে।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, রাতের খাবার দেয়ার জন্য হাজত খানা থেকে জয়কে বের করা হয়। তখন জয় কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর ২ নম্বর ওয়ার্ড কালাখার বাড়ি এলাকায় অভিযান করা হয়। এ সময় সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম