আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত পাঁচ বছরের ধারাবাহিকতায় প্রবাসী বাংলাদেশি সংগঠন বিডি হাব সিডনি গত ২৩ মার্চ (রবিবার) মিন্টোর ৩৭-৪১ লিংকন স্ট্রিটে বৃহৎ গ্রিপারস চাঁদ রাত মেলার আয়োজন করে। এই চাঁদ রাত মেলাকে ঘিরে সিডনি প্রবাসী বাংলদেশিদের মধ্যে ছিল বিপুল আগ্রহ।
চাঁদ রাত মেলা শুরু হয় বেলা ১১টায়। ইফতারের পর রুপন্তি আকিদ ও আকিদুল ইসলামের সাবলীল সঞ্চালনায় নুতন প্রজন্মের তাহমিদ রহমান পবিত্র কোরআন তিলাওয়াত করে। আল ফয়সাল কলেজের প্রিন্সিপাল সোনালী লুথরার পরিচালনায় শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত এবং হামদ নাত পরিবেশন করে।
বিডি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতন তার শুভেচ্ছা বক্তব্যে স্থানীয় মন্ত্রী, এমপি, মেয়র, কাউন্সিলদের সহ অতিথিদের সবাইকে মেলায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি মঞ্চে বিডি হাব টিম সিডনির সদস্য সৈয়দ মিঠু, মোহাম্মদ লুৎফর রহমান টিপু, সাখাওয়াৎ হোসেন, জাকির হোসেন নীরব, শফিক শেখ এবং ফয়সাল আজাদের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি উপস্থিত অতিথিদের মঞ্চে আসতে অনুরোধ করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউ সাউথ ওয়েলসের ফেয়ার ট্রেডিং, শিল্প ও বাণিজ্য, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আনুলাক চাংটিভং এমপি, ড: অ্যান্ড্রু কার্লটন এমপি, ন্যাথান ম্যাথিউ হাগার্থি এমপি, ক্যাম্পবেল টাউন সিটি মেয়র ডার্সি লন্ড প্রমুখ।
উপস্থিত ছিলেন কাউন্সিলর ক্যারেন হান্ট, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর এলিজা আজাদ, প্রাক্তন কাউন্সিলর সাজেদা আখতার সানজিদা, প্রাক্তন কাউন্সিলর শাহে জামান টিটু, বাংলাদেশ বিজনেস ফোরামের সেক্রেটারি ব্রায়ান লল, রিজওয়ান চৌধুরী লেবার ইউনিয়ন প্রতিনিধি,ফাগুন হাওয়া ইঙ্কের তিশা তানিয়া, বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল প্রমুখ। সম্মানিত অতিথিদের ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে দেয় বিডি হাব টিম।
স্পনসর ছিল গ্রিপারস গ্রুপ, কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়া, প্রাইস লাইন ফার্মাসি মিন্টো মল,প্যারামাউন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন, প্যারাডাইস অ্যান্ড প্যারাডাইস কেয়ার, ব্রস্টার চিকেন গ্লেনফিল্ড ও ক্যামডেন, মিন্টো সুপার স্টোর অ্যান্ড বুচারি, জ্যাজ ফুডস, উইমেন্স কাউন্সিল অস্ট্রেলিয়া এবং প্রত্যাশা'স ওয়ার্ল্ড। সবাইকে বিডি হাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্জলির কিশোর কিশোরীরা, গান করেন সমীর রোজারিও, নিলুফা ইয়াসমিন, রুমানা হক, বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী হোসাইন ইমরান, কবিতা আবৃত্তি করেন টেলিভিশনের প্রিয় মুখ মাজনুন মিজান।
ভবের হাটের লিড ভোকাল ফারিয়া নাজিম এবং লামিয়া চৌধুরী লুনিয়া ছারতি মাটির গান করেন। পঞ্চম গানটি করেন ভবের হাটের গিটারিস্ট বনফুল। তবলায় ছিলেন বিজয় সাহা।
এই চাঁদ রাত মেলায় ছিল ১০০টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল ও ফুড ট্রাক। বাচ্চাদের জন্য ছিল ফেস পেইন্টিংসহ বিনোদনের হরেক রকম ব্যবস্থা। সন্ধ্যার পরে মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়।
মেলায় কোনো প্রবেশ মূল্য না থাকায় ঈদের এই আয়োজনে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনাকাটা করতে পেরেছেন বলে জানান। পাশাপাশি মিন্টু স্টেশনের অতি সন্নিকটে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পার্কিং, আশপাশের রাস্তাতেও পার্কিংয়ের সুযোগ ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা চাঁদ রাত মেলায় ভিন্ন মাত্রা যোগ করে। আয়োজক কমিটি জানায়, আগামী বছর চাঁদ রাত মেলা রমজানের শেষ রবিবার অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এএ