রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহ (৭৯) আর নেই। গতকাল সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাক্সক্ষী রেখে গেছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরসের সদস্য ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ তাঁর ছেলে। মাহমুদ উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।