জিয়া পরিবারের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘নির্বাচনকে বানচাল করতে আজ জিয়া পরিবারকে নিয়ে চক্রান্ত চলছে। দেশের স্বাধীনতা অর্জনসহ সকল আন্দোলন-সংগ্রামে এবং সর্বশেষ ২০২৪-এর আন্দোলনে যে পরিবার নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় শুধু যুবদলই যথেষ্ঠ। তাই সজাগ ও সতর্ক থেকে আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে যুবদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।’
সোমবার (২৭ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খায়ের ভূঁইয়া আরও বলেন, ‘যুবদলের উপর যতো নির্যাতন-নিপীড়ন হয়েছে তাদেরকে থামানো যায়নি, কোনো চক্রান্ত করে যুবদলকে থামানো যাবেনা। আজকে আমাদের শপথ নিতে হবে, তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। তিনি এক কোটি বেকার শিক্ষিত যুবকের কর্মসংস্থানের শপথ নিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের মানুষের মধ্যে কর্ম সৃষ্টি করবে, বিদেশে আর টাকা পাচার হবে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল প্রতিবাদী ও স্বোচ্ছার থাকবে।’
এর আগে জেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ঐতিহ্যবাহী ছড়ই খেলা দৃষ্টি কাড়ে সবার। পরে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহব উদ্দিন সাবু প্রমুখ। এ সময় দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ