বাড়ির আঙ্গিনায় ট্যাংকে মাছ চাষ প্রদর্শনী প্লটোর ফলাফল প্রদর্শনে গাইবান্ধার ফুলছড়িতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা আঁখি সরকার।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার একাডেমির মধ্য কঞ্চিপাড়া এলাকায় এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পিকেএসএফ ও ও ডেনমার্ক দূতাবাসের অর্থায়নে আরএমটিপি প্রকল্পটি বাস্তবায়ন করছে এসকেএস ফাউন্ডেশন।
স্থানীয় মৎস্য চাষি সানোয়ার হোসেনের সভাপতিত্বে এবং আরএমটিপি প্রকল্পের এভিসিএফ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রকল্পের ভিসিএফ মোখলেসুর রহমান, এলএসপি আশরাফুল আলম, রফক্রপ কোম্পানীর প্রতিনিধি আরিফ সরকার, উদ্যোক্তা শিপন মিয়া প্রমুখ। এছাড়াও কৃষক, মৎস্য চাষি, প্রকল্পকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন।
বক্তারা বলেন, বাড়ির আঙ্গিনায় ট্যাংকে মাছ চাষে উদ্যোক্তা সেলিম মিয়া সফল হয়েছেন। তার মতো শতাধিক উদ্যোক্তা এই পদ্ধতিতে মাছ চাষ করে আত্মনির্ভরশীল হচ্ছেন। এতে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি এসেছে এবং নিরাপদ মাছ উৎপাদনের ধারণা ছড়িয়ে পড়ছে সর্বত্র।
এসময় সফলতার গল্প তুলে ধরে উদ্যোক্তা সেলিম মিয়া বলেন, আরএমটিপি প্রকল্পের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা, প্রশিক্ষণ ও পরামর্শ পেয়ে বাড়ির আঙ্গিনায় ট্যাংক তৈরি করে তেলাপিয়া মাছ চাষ শুরু করি। খুব অল্প সময়ে ভালো ফলাফল পাই। বর্তমানে ট্যাংক থেকে প্রতি চক্রে কয়েক মণ মাছ উৎপাদন হয়, যা বিক্রি করে লাভবান হচ্ছি।
তিনি আরও বলেন, আগে ভাবতাম মাছ চাষ মানে বড় পুকুর আর অনেক টাকা লাগে। কিন্তু এখন বুঝতে পারছি, ঘরের আঙিনার ছোট জায়গাতেও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্ভব। এতে পরিবারে পুষ্টির চাহিদা মিটছে, পাশাপাশি অতিরিক্ত আয়ও হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম