কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও সড়কে বিশৃঙ্খলা বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সেভ দ্য হিউম্যান সোসাইটির চেয়ারম্যান মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা ইনকিলাব মঞ্চের আহবায়ক গোলাম মোহাম্মদ সামদানী, যানজট মুক্ত কুমিল্লা চাই-এর আহবায়ক ইঞ্জিনিয়ার রাশেদুল হাসানসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, নগরীতে ১০ হাজার অটোরিকশার ধারণক্ষমতা নেই, অথচ চলাচল করছে ৪০ হাজার। কিছু আসাধু ব্যক্তি অনৈতিক সুবিধা নেওয়ার জন্য নগরী যানজট মুক্ত করছে না।
বক্তারা আরও বলেন, জেলা প্রশাসক অটোরিকশা কমিয়ে ৭ হাজারে আনার আশ্বাস দিলেও কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। সিটি করপোরেশন এক্ষেত্রে উদাসীন। প্রধান সড়কের পাশে বহুতল ভবন নির্মাণ, যত্রতত্র পার্কিং যানজটের অন্যতম কারণ।
সমাবেশে যানজট নিরসনে ১০ দফা দাবি ঘোষণা দেন তারা। এর মধ্যে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানোর আহ্বান জানানো হয়। মোবাইল কোর্ট পরিচালনাসহ নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠা-নামার দাবি তোলা হয়।
এছাড়া তারা বলেন, চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল টিম বাড়াতে হবে। বেহাল সড়ক দ্রুত সংস্কার করতে হবে। দাবিগুলো দ্রুত বাস্তবায়নে একটি টাস্কফোর্স কমিটি গঠন করতে হবে।
বিডিপ্রতিদিন/এমই