রাজধানীর যাত্রাবাড়ীতে নিয়াজ আহমেদ ও আনাস আহমেদ নামে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার যাত্রাবাড়ী ওয়াপদা কলোনি বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গলির সামনে এ ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত আনাস আহমেদ জানায়, সে ধোলাইপাড় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। আর নিয়াজ দনিয়া এ কে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ে। শুক্রবার সন্ধ্যায় তারা ঘুরতে ও ছবি তুলতে ওয়াপদা কলোনি বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে গেলে অজ্ঞাত ১৫-২০ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় নিয়াজের পেটে ও তার মাথায় ছুরিকাঘাত করা হয়।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।