নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অজ্ঞাত বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার এক ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাকিব উদ্দিন (১৭) ও আরাফাত নামে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোর রাতের দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রাম-সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সাকিব উদ্দিন উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে ও আরাফাত সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ের্ডের দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর তীরে নোঙর করা অবস্থায় ছিল আফছার মাঝির মাছ ধরার ট্রলার। নোঙর করা ওই ট্রলারে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন।
রাত তিনটার দিকে আকস্মিক দক্ষিণ দিক থেকে আসা একটি ব্লাকহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলারটি উল্টে যায়। পরে তাদের চিৎকার শুনে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। এক ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় সাকিব নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর পরই রাতের আঁধারে বাল্কহেডটি পালিয়ে যায়।