রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় কূটনৈতিক মহলেও পড়েছে শোকের ছায়া। গতকাল পৃথক বার্তায় শোক প্রকাশ করেছে জাতিসংঘের বাংলাদেশ মিশন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার। জাতিসংঘের শোকবার্তায় বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা। পাশাপাশি বাংলাদেশ সরকার ঘোষিত এক দিনের রাষ্ট্রীয় শোক পালনে যোগ দেবে জাতিসংঘ।
ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধিদলের অফিস থেকে পাঠানো বার্তায় বলা হয়, ইইউ প্রতিনিধিদল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় নিহতদের, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার সঙ্গে রয়েছে। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমরা উদ্বিগ্ন ও দুঃখিত। ক্ষতিগ্রস্ত এবং জরুরি পরিষেবা দানকারীদের প্রতি আমাদের সমবেদনা।