ইরান জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের আপাতত প্রবেশাধিকার দিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সম্প্রতি উভয় পক্ষের মধ্যে সহযোগিতা পুনরায় শুরু করার বিষয়ে একটি চুক্তি হয়েছিল।
বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে আরাঘচি বলেছেন, চুক্তির ভিত্তিতে বর্তমানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কোনও পরিদর্শককে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, এই চুক্তি নিজে থেকে কোনও প্রবেশাধিকার দেয় না। ইরান পরবর্তীতে যে প্রতিবেদনগুলো সরবরাহ করবে, তার ভিত্তিতে প্রবেশাধিকার কী ধরনের হবে তা যথাসময়ে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ