যুগের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের মূল্যের লাগাম প্রতিনিয়ত মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে; কিন্তু কমছে শুধু মানুষের মূল্য। পরিবেশ পরিস্থিতি দেখে মনে হয়, এই পৃথিবীতে দিন দিন মানুষের মূল্য কমে যাচ্ছে। কমে যাচ্ছে মানুষের জীবনের মূল্যও।
তাই তো এখন মানুষ হত্যা করা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষের মনুষ্যত্ব এতটা নিচে নেমে গেছে যে, সাধারণ বিষয়েও একে অপরকে হত্যা করে ফেলছে বা হত্যা করার সিদ্ধান্ত নিচ্ছে।
মানুষের জীবনের যেন কোনো মূল্যই নেই, সামান্য কথা-কাটাকাটি, সামান্য কিছু সম্পদ কিংবা আধিপত্যের দ্বন্দ্বে মানুষ মানুষকে হত্যা করে ফেলার মতো জঘন্য ঘটনা ঘটিয়ে ফেলে। অথচ যেসব জিনিসের বিপরীতে মহান আল্লাহর সৃষ্ট একটি মহামূল্যবান সম্পদ তথা মানুষকে হত্যা করা হচ্ছে, তার বিপরীতে এসব সম্পদ ও স্বার্থের কোনো মূল্যই নেই।
কারণ মহান আল্লাহর কাছে তাঁর বান্দার জীবনের মূল্য গোটা পৃথিবীর চেয়েও বেশি। গোটা পৃথিবী তছনছ করে দিলেও আল্লাহ এতটা ক্রোধান্বিত হন না, যতটা ক্রোধান্বিত হন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে।
হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কাছে পৃথিবী ধ্বংস হওয়াটা অধিকতর সহজ ব্যাপার একজন মুসলমান খুন হওয়ার পরিবর্তে। (তিরমিজি, হাদিস : ১৩৯৫)
মানুষের জীবন এতটাই মূল্যবান যে তার বিনিময়ে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আবার অন্যভাবে কারো জীবন ছিনিয়ে নিলে তার প্রতিদানে জাহান্নামে পতিত হতে হয়। মহান আল্লাহ বলেন, ‘আর যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে। আর আল্লাহ তার ওপর ক্রুদ্ধ হবেন, তাকে অভিসম্পাত করবেন এবং তার জন্য বিশাল আজাব প্রস্তুত করে রাখবেন।’ (সুরা : নিসা, আয়াত : ৯৩)
আচ্ছা কোনো বিবেকবান মানুষ কি সামান্য কিছু অর্থকড়ির জন্য নিজের দুটি হাত ও দুটি পা বিক্রি করে দিতে চাইবে? কিংবা কোনো রাজনৈতিক অভিভাবকের সন্তুষ্টির জন্য নিজেকে আগুনে পোড়াতে রাজি হবে? না, কোনো সুস্থ মস্তিষ্কের লোক কখনোই এ রকম করবে না। তাহলে নিজেকে জাহান্নামের স্থায়ী বাসিন্দা বানানোটা কতটা ভয়াবহ হতে পারে!
এ বিষয়গুলো উপলব্ধি করলে কোনো মানুষই হত্যাকাণ্ডে জড়াবে না। তাই আমাদের উচিত মানুষের মধ্যে ইসলামের বাণীগুলো ছড়িয়ে দেওয়া। মানুষকে সঠিক ইসলামচর্চায় উদ্বুদ্ধ করা। সচেতন করা। আল্লাহর ভয় তৈরি করা। আল্লাহর ভয় ছাড়া কোনো কিছুই মানুষকে সংযত রাখতে পারে না।
মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।
বিডি প্রতিদিন/নাজিম