নেপালে চলমান জেন-জি আন্দোলনে নিহত বেড়ে ৩০ জনে পৌঁছেছে। এ ঘটনায় দেশজুড়ে আহত হয়েছে আরও হাজারের বেশি মানুষ।
দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বিক্ষোভের সময় মোট এক হাজার ৩৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ৭১৩ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সারাদেশে ২৫৩ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।
সর্বাধিক সংখ্যক রোগী ভর্তি হয়েছে দেশটির সিভিল সার্ভিস হাসপাতালে। ওই হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৬ জন। তাদের মধ্যে ৩৪৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং চিকিৎসার সময় মারা গেছে ছয়জন। অন্যদিকে, ট্রমা সেন্টারে নেওয়া ১৬১ জনের মধ্যে ৫৮ জন চিকিৎসাধীন এবং আটজন মারা গেছে।
নেপালগঞ্জে ভেড়ি হাসপাতালে ২৮ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে পাঁচজন মারা গেছে।
বিভিন্ন হাসপাতাল থেকে আরও যেসব মৃত্যুর খবর পাওয়া গেছে, সেগুলোর মধ্যে রয়েছে- বিপি কৈরালা ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসে দু’জন, ফ্রন্টলাইন হাসপাতালে তিনজন, টিচিং হাসপাতালে একজন, কেএমসিতে দু’জন এবং এভারেস্ট হাসপাতালে তিনজন।
জানা গেছে, দেশব্যাপী মোট ২৮টি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। সূত্র: খবরহাব
বিডি প্রতিদিন/একেএ