জার্মানির রাজধানী বার্লিনে মঙ্গলবারের অগ্নিকাণ্ডের পর বুধবারও প্রায় ২০ হাজার বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের পর জার্মানির রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলে ১২টি স্কুল বন্ধ রয়েছে এবং বেশ কয়েকটি ট্রাম লাইনও বন্ধ রাখা হয়েছে।
নৈরাজ্যবাদী একটি গোষ্ঠী আগুন লাগানোর দায় স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর গতকাল মঙ্গলবার পুলিশ বলেছে, তারা এই অগ্নিকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা একেবারে উড়িয়ে দিচ্ছে না।
আগুনের পরপরই প্রায় ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। স্ট্রোমনেজ বার্লিন গ্রিড অপারেটর ঘটনার পর থেকেই পুনরায় সংযোগ স্থাপনে কাজ করে আসছে।
অপারেটরটি জানিয়েছে, তারা আশা করছে, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ক্ষতিগ্রস্ত সব সংযোগ পুনরায় চালু করা হবে।
বিডি প্রতিদিন/নাজিম