খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একাত্তরের স্বাধীনতাকে অর্থবহ করতে স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল রাজধানীর পল্টনের খেলাফত মজলিস মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসাইনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন মাওলানা আহমদ আলী কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাস্টার মল্লিক কিতাব আলী ও কাজী আরিফুর রহমান।
সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের ও ’২৪-এর ফ্যাসিবাদবিরোধী গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।