পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আফ্রিকা অঞ্চলকে আমাদের জানতে হবে, তাদের যেমন সুযোগ দিতে হবে একই সঙ্গে আমাদের সুযোগ নিতে হবে। আফ্রিকায় আমাদের অনেক সুযোগ রয়েছে। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। ‘লুক আফ্রিকা : এক্সপ্লোরিং নিউ হরাইজন্স ফর বাংলাদেশ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচনে এই সেমিনারের আয়োজন করে বিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এতে বক্তব্য রাখেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি রাষ্ট্রদূত হুমায়ুন কবির।