দেশের বর্তমান শোকাবহ পরিস্থিতিতে সবাইকে শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবেলা করতে হবে।
মঙ্গলবার (২২ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, ‘জাতির এই শোকের সময় আমি সব গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহবান জানাচ্ছি।’ আরও বলেন, ‘বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের ওপর ভিত্তি করে আমাদের একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।’
তারেক রহমান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক ছাত্রসংগঠনের কিছু সদস্যকে নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উসকে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এসব গোষ্ঠীকে অনুরোধ করব, বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন। এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমাদের শক্তি ব্যয় হোক নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করার, নিহতদের সঠিকভাবে হিসাব করার, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার এবং বিমান দুর্ঘটনার মূল কারণ উদঘাটনে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তে সুযোগ করে দেওয়ার কাজে।’
প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটাই হোক আমাদের হৃদয়ের সব অনুভূতি।’
মাইলস্টোন ট্র্যাজেডিতে তারেক রহমানের ‘বিরল রাজনৈতিক পদক্ষেপ’ : রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। দলটি পূর্বনির্ধারিত কয়েকটি অনুষ্ঠান বাতিল করেছে। এ ছাড়া নেতাকর্মীদের নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। বিএনপির মিডিয়া সেল এসব পদক্ষেপকে ‘তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে।
বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত সোমবার রাতে যেসব পদক্ষেপ নিয়েছেন তা হলো, জাতীয়তাবাদী কৃষক দলের পূর্বনির্ধারিত শোভাযাত্রা বাতিল, মহিলা দলের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ‘নারীদের অবদান’ শীর্ষক অনুষ্ঠান বাতিল এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনাসভায় বিএনপির দলীয় সংগীত পরিহার এবং পেশাজীবীদের আলোচনাসভায় মাইলস্টোনে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা।
আরও জানানো হয়- কালক্ষেপণ না করে তারেক রহমান তাৎক্ষণিকভাবে দলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে নির্দেশনা দেন, একটি উদ্ধারকারী টিমসহ অ্যাম্বুল্যান্সের বহর নিয়ে মাইলস্টোনের দুর্ঘটনাস্থলে যেতে। হতাহতদের উদ্ধার অভিযানের তৎপরতার বিষয়ে লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেন তিনি।
মিডিয়া সেলের ফেসবুক পেজে বলা হয়- জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে থাকার নির্দেশ দেন তারেক রহমান। একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্তদানের জন্যও দলের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহবান জানান তিনি।
মিডিয়া সেল জানায়- সর্বশেষ গত সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় নিহত ছাত্র-ছাত্রী ও পাইলটের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে বিমান দুর্ঘটনা-পরবর্তী চিকিৎসাসহ যেকোনও পদক্ষেপ নিতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীরকে (পাভেল) সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ