জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা জুলাই অভ্যুত্থানেও প্রেরণা যুগিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেছেন, “জাতীয় কবি হিসেবে এতোদিন তার রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। এবার এটি করা হয়েছে। তবে রাষ্ট্রীয় স্বীকৃতিতে লেখা থাকুক বা না থাকুক, কাজী নজরুল ইসলাম আমাদের সবার মাঝেই জাতীয় কবি হয়ে হিসেবে ছিলেন। এখন এটা আনুষ্ঠানিকতা তৈরি হলো।”
নজরুলের গান নিয়ে রক অ্যালবাম বের করা এবং কনসার্ট আয়োজনের ব্যাপারে নজরুল ইন্সটিটিউট কাজ করছে বলে জানান উপদেষ্টা। কাজী নজরুল ইসলামকে ‘বাংলাদেশে জাতীয় কবি’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির গেজেট প্রকাশ উদযাপন উপলক্ষে বুধবার ‘নজরুল র্যালি’তে অংশ নিয়ে এসব কথা বলেন উপদেষ্টা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে নজরুলের সমাধিতে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। এসময় নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি হামদ ও নাত পরিবেশন করা হয়।
নজরুলের গান, কবিতাকে আরও বেশি ছড়িয়ে দিতে নজরুল ইন্সটিটিউট কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা ফারুকী।
বিডি প্রতিদিন/আরাফাত