বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সুবিধাবাদী মুক্তিযোদ্ধারা গত ১৬ বছর স্বৈরাচার হাসিনার কাছ থেকে সুবিধা নিয়ে চুপ ছিল। বীর উত্তম জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়া হলেও সুবিধাবাদী মুক্তিযোদ্ধারা কোন প্রতিবাদ করেনি। বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে নিমর্ম নির্যাতন করা হলেও প্রতিবাদ করা হয়নি। এমনকি আমার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটও কেড়ে নেয়া হয়েছিল। দেশে বিএনপি নেতাকর্মীদের পাখির মতো গুম, খুন ও লুটপাটের রাজত্বের কায়েম করলেও মুক্তিযোদ্ধারা চুপ করেছিল।
মঙ্গলবার বিকেলে বহুলী ইউনিয়ন পরিষদ মাঠে কাজিপুর থেকে বহুলী ইউনিয়নকে সিরাজগঞ্জ সংসদীয় আসনে সংযুক্ত করায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করে মায়ের কোলের শিশুকে হত্যা করেছে। ৫ দিনে দেড় হাজার মানুষকে হত্যা করেছে। বিএনপির ৪ হাজার কর্মীকে হত্যা করেছে হাসিনা। শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছে। প্রতিটি সেক্টরে লুটপাট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে পালিয়েছে। আগামীতে যে সরকার আসবে তাদেরকে এ ক্ষতি পুষিয়ে নিতে বেগ পেতে হবে।
বিএনপি নির্বাচনের মাধ্যমেই বিএনপি সব সময় ক্ষমতায় এসেছে এবং আগামীতে আসবে বলে মন্তব্য করে টুকু বলেন, আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। উপদেষ্টা বলেছেন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন। এ জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, ভিপি অমর কৃষ্ণ দাস ও ভিপি শামীম খান প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত