ইংল্যান্ডের লিগ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়েছিল চতুর্থ বিভাগের দল গ্রিমসবি টাউন। তবে সেই রোমাঞ্চকর ম্যাচের ছায়া ফেলে দিয়েছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, মাত্র এক মিনিটের দেরিতে খেলোয়াড় নিবন্ধনের ভুলে ক্লাবটিকে গুনতে হচ্ছে প্রায় ৩২ লাখ টাকার জরিমানা।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, কেনিয়ান ডিফেন্ডার ক্লার্ক ওডুরকে নির্ধারিত সময়ের মধ্যে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয় গ্রিমসবি কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী, ম্যাচের দিন দুপুর ১২টার মধ্যে নাম নিবন্ধন সম্পন্ন করতে হয়। কিন্তু ক্লাবটি সেটা করে ১২টা ১ মিনিটে মাত্র এক মিনিট দেরিতে।
এই ছোট ভুলের খেসারত হিসেবে গ্রিমসবিকে ২০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ ৫৪ হাজার টাকা। জরিমানার মধ্যে এখনই পরিশোধ করতে হবে ১০ হাজার পাউন্ড, বাকি ১০ হাজার পাউন্ড স্থগিত থাকবে মৌসুমের শেষ পর্যন্ত।
এর পাশাপাশি বড় দুঃসংবাদ এসেছে ওডুরের জন্যও। শাস্তির অংশ হিসেবে চলতি মৌসুমে লিগ কাপে আর খেলতে পারবেন না তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৭৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ওডুর। ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও টাইব্রেকারে ১২-১১ ব্যবধানে জয় পায় গ্রিমসবি। তবে নিয়ম লঙ্ঘনের কারণে লিগ কাপে ওডুরের যাত্রা সেখানেই থেমে গেছে।
এ বিষয়ে গ্রিমসবির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “কম্পিউটার সমস্যার কারণে সময়মতো নিবন্ধন সম্পন্ন করা যায়নি। বিষয়টি সঙ্গে সঙ্গে ধরা না পড়ায় এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা নিয়মের গুরুত্ব বুঝি এবং শাস্তি মেনে নিচ্ছি।”
বিডি প্রতিদিন/মুসা